এই গরমে মুখ বেশি ক্লান্ত হয়ে পড়ছে, রোদ-ঘাম-দূষণ থেকেই সমস্যা বেশি হচ্ছে

রোজ রোজ তো আর পার্লারে গিয়ে ফেসিয়াল করা যায় না

আর তাই বেসন দিয়ে এভাবে ফেসিয়াল করে নিলে পয়সা বাঁচবে আর ত্বকও ভাল থাকবে

বেসন সবার বাড়িতেই থাকে চাইলে খোলায় ভাজা শুকনো ছোলা গুঁড়িয়েও বেসন বানিয়ে নিতে পারেন

প্রথমে একটা বাটিতে এক চামচ বেসন, গোলাপ জল দিয়ে ক্লিনজার বানিয়ে মুখ ধুয়ে নিন

বেসন, চালের গুঁড়ো, নারকেল তেল, সামান্য গোলাপ জল, কাঁচা দুধ দিয়ে স্ক্রাবার বানিয়ে নিতে হবে

এবার এক চামচ চিনি, অ্যালোভেরা জেল, বেসন, কস্তূরী হলুদ, লেবুর রস একসঙ্গে মিশিয়ে ডি-ট্যান ফেস প্যাক বানিয়ে নিন

একদিন করলেই নিজে তফাত বুঝতে পারবেন

হাতে ৩০ মিনিয় সময় থাকলেই হয়ে যাবে এই ফেসিয়াল