গণেশ-কার্তিক ছাড়াও শিবের রয়েছে আরও ৩ পুত্র!

শিব ও পার্বতীর দুই ছেলে। কার্তিক ও গণেশ। এছাড়াও মহাদেবের রয়েছে আরও তিন পুত্রসন্তান। মোট পাঁচ পুত্র।

পুরাণ অনুযায়ী, শিবের প্রথম সন্তানের নাম কার্তিক। তারকাসুরকে বধ করতেই শিব-পার্বতীর এই পুত্রসন্তানের জন্ম হয়।

শিবপুরাণ অনুযায়ী, এক মনোহর মূর্তি তৈরি করার সময়ই দেবী পার্বতী সেই মূর্তিতে প্রাণ সঞ্চার করেন। গণেশের জন্ম হয় তা থেকেই।

শিবের তৃতীয় সন্তান হলেন আয়াপ্পা। ভষ্মাসুরের হাত থেকে মহাদেবকে রক্ষা করতে বিষ্ণুর রূপধারী মোহিনী ও শিবের বরপুত্র এই আয়াপ্পা।

শিবের ঘামের এক বিন্দু থেকে জন্ম হয় দৃষ্টিহীন পুত্র অন্ধকের। এবার একে হিরণ্যাক্ষ অসুরের পুত্র হিসেবেও মান্য করা হয়।

শিবের পঞ্চম পুত্রের নাম অঙ্গারক। বিষ্ণুর পুত্র হলেও মঙ্গল গ্রহ নামে পরিচিত।