ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কেম্যান আইল্যান্ড হল ডাইভারদের প্রথম পছন্দের জায়গা। প্রায় ৩৬৫টি ডাইভিং সাইট রয়েছে এখানে।

মালয়েশিয়ার শিপাদান হব মাছের বিশ্ব। সামুদ্রিক কচ্ছপ, কোরাল, ডলফিন, হাঙরের মত বিরল জলজ প্রাণীর সঙ্গে সাক্ষাত পেতে পারেন এখানে।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দ্য ব্লু হোল। এটি একটি বিশাল মেরিল সিঙ্কহোল। ব্ল্যাকটিপ টাইগার, নার্স সার্ক, ব্লু সার্ক ও আরও নানা প্রজাতির হাঙরের দেখা পাবেন।

মলদ্বীপের মায়া থিলা হল সেরা স্কুবা ডাইভিং স্পট। রাতের অন্ধকারে এই এলাকার সমুদ্র দেখার মত।

অস্ট্রেলিয়ার গ্রেট বেরিয়ার রিফ হল পৃথিবী বিখ্যাত স্কুবা ডাইভিং স্পট। ফ্লোরা, ফুনা, এগল রে, সামুদ্রিক সাপ, কচ্ছপের মত প্রাণীদের সঙ্গে সঙ্গে জলের নীচে থাকা অজানাকে জানার সুযোগ পাবেন।