সোনার গয়না তো আছেই, রুপোর গয়না কিন্তু এখন ভীষণ রকম ট্রেন্ডিং

শাড়ি, সালোয়ার থেকে শুরু করে জিন্স সব কিছুর সঙ্গেই এখন দিব্য মানানসই। এছাড়াও কিন্তু রুপোর গয়নায় বেশ একটা আভিজাত্য থাকে

সনাতনী নকশা থেকে শুরু করে হাল ফ্যাশনের রুপোর গয়না কলকাতার রাস্তায় ঢুঁ মারলে সবকিছু পাওয়া যায় সহজেই

গড়িয়াহাটের ফুটপাথেও কিন্তু দারুণ ট্রেন্ডি গয়না পাওয়া যায়। চাই শুধু সঠিকটা খুঁজে নেবার চোখ

কোমরবন্ধ,পায়ের নূপুর, বালা, আংটি এসব নিতে চাইলে একবার অবশ্যই ঘুরে আসুন গড়িয়াহাটের করিশ্মা'জ বা যশোমতী জুয়েলার্স থেকে

সদর স্ট্রিটের আশপাশেও প্রচুর দোকান রয়েছে। খাঁটি রুপো না হলেও অক্সিডাইজ বা ঝুটো রুপোর গয়না পাওয়া যায়

নিউ মার্কেটের চাম্বা লামা রুপোর গয়নার জন্য বহুদিন ধরে বিখ্যাত। গয়নাপ্রেমী বাঙালিদের কাছে এই দোকানটি কিন্তু খুবই জনপ্রিয়। নানা ধাঁচের, নানা ডিজাইনের রুপোর গয়নার সম্ভার রয়েছে এখানে