কফি খাওয়ার পাশাপাশি মুখেও মেখে নিন। জেল্লা ফেটে পড়বে।
কফির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ব্রণর সমস্যা কমাতে সাহায্য করে।
কফি ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। এতে মরা কোষ দূর হয়ে যায়।
এমনকী ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে কফি। ত্বকের ক্ষতও দ্রুত নিরাময় হয়ে যায়।
ফেসমাস্ক ও স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন কফিকে।
১ চামচ অলিভ অয়েলের সঙ্গে ২ চামচ কফি গুঁড়ো মিশিয়ে নিয়ে মুখে মাখুন।
এই ফেসস্ক্রাব ত্বককে সতেজ ও নরম করে তোলে। পাশাপাশি ট্যান দূর করে দেয়।
অয়েলি স্কিন হলে ২ চামচ কফি গুঁড়োর সঙ্গে ২ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করুন।
এছাড়া চিনি ও লেবুর রসের কফি গুঁড়ো মিশিয়ে ত্বকের উপর লাগাতে পারেন।