WhatsApp-এ বাড়ছে সাইবার অপরাধ ও আর্থিক প্রতারণা।

অনলাইনে প্রতারণা ও সিম অদলবদল করে টাকা হাতানোর পন্থা পুরোনো হতেই এসেছে অন্য ছক।

সম্প্রতি ইন্টারনেটে বিনোদনের নামে যৌন প্রতারণার ব্যবসা রমরমিয়ে চলছে।

সাইবার সেক্সে যুবকদের ফাঁদে ফেলতে স্কাইপ-হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করছে স্ক্যামাররা।

প্রথমে ইন্টারনেটে ভুয়ো পরিচয় তৈরি করে তারা, তারপর হানি ট্র্যাপের মাধ্যমে শিকার ধরে।

অনেকের হোয়াটসঅ্যাপে অশ্লীল অবস্থায় কোনও মহিলার ভিডিয়ো কল আসছে, রিসিভ করলেই বিপদ।

স্ক্রিনশট তুলে ব্ল্যাকমেল করে যুবকদের থেকে মোটা অঙ্কের টাকা আদায় করছে স্ক্যামাররা।