সম্প্রতি একটি ডান্স বিয়্যালিটি শোতে ভাগ্যশ্রী এক জুটির নাম দেখে নস্টালজিক।

অনিল-শ্বেতা জুটি ‘দঙ্গল’ ছবির টাইটেল ট্র্যাকে পারর্ফম্যান্স করেন।

এই জুটির নাচ দেখে তিনি তাঁর প্রথম ছবির নায়ক সলমন খানের কথা উল্লেখ করেন।

বিশেষ করে একটি লাফ দেওয়া দেখে ম্যায়নে প্যায়ার কিয়া ছবিতে সলমন এমনভাবেই লাফিয়ে ছিলেন একটি দৃশ্যে, সেই কথা বলেন ভাগ্যশ্রী।

প্রথম ছবিতে দুইজনের রসায়ন সেই সময় টক অফ দ্য টাউন ছিল।

সম্প্রতি আবার ভাগ্যশ্রী-সলমন জুটিকে দর্শক দেখতে পান বিগ বয় রিয়্যালিটি শোয়েক মঞ্চে।

এই শো সঞ্চালনা করেন সলমন। তাঁদের প্রথম ছবির মুহূর্তে তৈরি করতে সলমন ভাগ্যশ্রীর সামনে আসেন সাইকেলে চেপে।