দেশি অপারেটিং সিস্টেম তৈরি করলেন আইআইটি মাদ্রাজের পড়ুয়ারা।

এই অপারেটিং সিস্টেমের নাম ‘BharOS’।

BharOS অপারেটিং সিস্টেমটি দেশের 100 কোটি মোবাইল ইউজার ব্যবহার করতে পারেন।

ব্যবহারকারীদের প্রয়োজনীয় অ্যাপই বেছে নিতে এবং ব্যবহার করতে দেবে OSটি।

BharOS কোনও অ্যাপ ব্যবহার করতে গ্রাহকদের বাধ্য করবে না।

অ্যান্ড্রয়েডের মতোই BharOS অপারেটিং সিস্টেমেও আপডেট পেয়ে যাবেন গ্রাহকরা।

প্রাইভেট অ্যাপ স্টোর সার্ভিসেস (PASS) থেকে বিশ্বস্ত অ্যাপগুলির অ্যাক্সেস নিতে দেবে অপারেটিং সিস্টেমটি।

এই মোবাইল অপারেটিং সিস্টেমটি তারাই ব্যবহার করতে পারবেন, প্রাইভেসি এবং সিকিওরিটির চাহিদা যাদের সবথেকে বেশি।