চারিদিকে বিয়ের জল্পনা। অথচ ভূমি পেডনেকর কার সঙ্গে সম্পর্কে আছেন তা জানা যাচ্ছে না।
তাঁর দাবি তিনি এখন সিঙ্গল।
এবার তাঁর কাছে প্রশ্ন, কেমন পাত্র চান তিনি?
ভূমির মতে. আদর্শ পাত্রের ভাবনা ছিল ছোটবেলায়।
এখন তাঁর মনে হয় তাঁর সঙ্গে যিনি থাকবেন, তার জন্য বিষযটা কঠিন হবে।
প্রথম ছবি 'দম লাগা কে হ্যাইসা'-তে তিনি ওজন বাড়িয়েছিলেন।
এর জন্য তাঁকে বডি-শেমিংয়ের শিকারও হতে হয়। এখন তাঁর আদর্শ পুরুষ নিয়ে কোনওই মাথাব্যথা নেই। ভূমির মনে হয় এখন যার সঙ্গেই সম্পর্কে যাবেন দুজনেই সময়ের সঙ্গে বড় হবেন।