ছোট থেকেই অভিনেত্রী হতে চাইতেন ভূমি পেডনেকর।
যশরাজ ফিল্মসে ১৮ বছর বয়সে কাজের সুযোগ পেলেও অভিনয়ের সুযোগ ২৪-এ।
প্রথম ছবিতে চ্যালেঞ্জ ছিল ওজন বাড়িয়ে মোটা হতে হবে। তাই করেন তিনি। প্রায় ৮৯ কিলো ওজন করেন 'দম লগাকে হইসা' ছবির জন্য।
দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল সেই ওজন কমিয়ে আবার নিজের আসল রূপে ফেরা।
৪ মাসে ২৫, দুই বছরে ৭ কেজি ওজন কমিয়ে তিনি এখন তন্বী। তাঁর নিত্য নতুন লুক উষ্ণতা ছড়ায় পুরুষ ভক্তদের মধ্যে।