কড়া রোদে বাইকের চকচকে ভাব চলে যায়। তাই বাইক সবসময় ছায়ায় পার্ক করুন।

বাইকের বিভিন্ন যন্ত্রাংশ, টায়ার নিয়মিত পরিষ্কার করুন।

চেষ্টা করুন বাইকের কভার ব্যবহার করতে। এতে বাইকে ধুলো-বালি কম পড়বে।

বাইক পরিষ্কারের আগে দেখে নিন বাইক যেন ঠান্ডা থাকে।

বাইক পরিষ্কার করার জন্য বেশ কিছু সরঞ্জামের ব্যবহার করুন।

এক বালতি জল, স্পঞ্জ, লিকুইড সাবান বা শ্যাম্পু, নরম কাপড়, ব্রাশ- এসব সরঞ্জাম দরকার।

ধোয়ার পরে একটি নরম কাপড় দিয়ে মুছে নিন।