যে কোনও বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই এই পুজোর রীতি রয়েছে

আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত এই দেবীর পুজো করা হয়ে থাকে

এই পুজোতে ১৩ রকমের ফল, ফুল নিবেদন করার রীতি রয়েছে

সেই সঙ্গে হাতের লাল ডুরিতে ১৩ টি গিঁট আর দুর্বা থাকে

উপবাসের পর প্রসাদ হিসেবে ১৩ টি লুচি বা পরোটা খেতে বলা হয়

ব্রতপালন করলে চাল বা চাল জাতীয় কোনও কিছুই খাওয়া চলে না

এদিন মায়ের ভোগেও থাকে ১৩ রকমের নৈবেদ্য

মা চণ্ডীই বিপত্তারিণীর আর এক রূপ

এই বারোমাস সকলে যাতে সুখে শান্তিতে নির্বিঘ্নে থাকতে পারেন তার জন্য ১২ টি ফল এবং বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একটি মোট ১৩ রকম উপাচারের নিয়ম রয়েছে