স্প্যাম কলের পাশাপাশি মেসেজও আসে?

অনেকেই স্প্যাম মেসেজে বিরক্ত।

তবে ফোনের একটি সেটিংস পরিবর্তন করলেই এ থেকে মুক্তি পাবেন।

প্রথমে গুগল মেসেজ অ্যাপ ডাউনলোড করতে হবে।

তারপরে স্প্যাম প্রোটেকশন ফিচারটি অন করতে হবে।

Google Messages অ্যাপে Account বাটনে ক্লিক করতে হবে।

তারপরে Messages Setting-এ যেতে হবে।

Spam protection অপশনে ক্লিক করতে হবে।

শেষে Enable spam protection অন  করলেই কাজ শেষ।