বর্তমানে Google Chrome জনপ্রিয় একটি ব্রাউজ়ার।

অবাঞ্ছিত কন্টেন্ট ব্লক করা যায় গুগল ক্রোমে।

সেজন্য Google Chrome-র সেটিংস পরিবর্তন করতে হবে।

ক্রোম ব্রাউজারে অ্যাড্রেস বারের ডানদিকে More অপশনে ক্লিক করুন।

Advance সেকশনে গিয়ে সেটিংসে ট্যাপ করুন।

এখানে যে কোনও সাইটকে ব্লক করতে পারবেন।

সেই সাইটে গিয়ে অ্যাড্রেস বারের বাম দিকে লক অপশনে ক্লিক করুন।

এতে সেই সাইট থেকে কোনও নোটিফিকেশন আসবে না।

এরপর সাইটটির সেটিংস ক্লিয়ার করতে Reset permissions অপশনে ক্লিক করুন।