এই নতুন স্মার্টওয়াচের নাম বোট ওয়াচ ম্যাট্রিক্স।
১.৬ ইঞ্চির একটি বড় অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে।
ব্লাড অক্সিজেন লেভেল ট্র্যাক করার জন্য রয়েছে এসপিওটু সেন্সর।
অলওয়েজ় অন ডিসপ্লে বা সর্বদা অন রাখা যাবে ঘড়িটির ডিসপ্লে।
একবার চার্জ দিলে ৭ দিনের ব্যাটারি লাইফ পাওয়া যাবে।