টিফিনে পাস্তা পেলে শিশুদের আনন্দের কোনও ঠিকানা থাকে না। কিন্তু পাস্তা সেদ্ধ করার পর সেই জল ফেলে দেন নাকি!

পাস্তা সেদ্ধ জলে রয়েছে প্রচুর পরিমাণে স্টার্চ। ফেলে না দিয়ে বাগানের গাছপালায় দিয়ে দিন।

ভাত রান্না করার সময় পরিস্কার নয়, পাস্তার সেদ্ধ করা জল দিন। ভাত হবে দ্রুত সেদ্ধ ও সুস্বাদু।

পাস্তা সস তৈরি করার সময়ও যদি ঘন হয়ে গেলে তাহলে একটু পাস্তা সেদ্ধ জল মেশাতে পারেন।

পাস্তা সেদ্ধ জল হালকা গরম অবস্থায় পা ডুবিয়ে রাখুন কয়েক মিনিট। পায়ের ব্যথা হবে দূর।

সবজি দিয়ে রান্না করার সময় স্টোক দিতে চাইলে পাস্তা সেদ্ধ করা জল দিতে পারেন।