রেশম এমব্রয়ডারির পারের শাড়ির সঙ্গে টাসেল ও পমপম দেওয়া জ্যাকেট বেছে নিয়েছেন সোনম কাপুর আহুজা।

এলিগেন্ট লুকের জন্য যে কোনও ঋতুতে ব্লেজারের সঙ্গে শাড়ি পরতে পারেন।

ককটেল বা ওয়েডিং সাজে শিল্পার মতন আইভরি শাড়ির সঙ্গে হাঁটু পর্যন্ত ওভারসাইজড জ্যাকেট পরতে পারেন।

সিফন ক্রেপ শাড়ির সঙ্গে প্যাটার্ন বর্ডারের কেপ বেছে এলিগেন্ট লুকে এনেছেন সোনাক্ষী।

সকলের নজর কাড়তে কাজলের মতন গোল্ড জ্যাকেট ও উজ্জ্বল কমলারঙের শাড়ি ও গোল্ড বেল্ট বেছে নিতে পারেন।

অনন্য স্টাইলের জন্য শাড়ি, জ্যাকেট ও লেদার বেল্ট ব্যবহার ফ্যাশনে নয়া চমক।

শুধু শাড়িই নয়, ছেঁড়া স্টাইলিশ ডেনিমের সঙ্গেও ওভারসাইজড ব্লেজার বেশ ফ্যাশনেবল।

সেক্সি লুক চাই! মালাইকার মতন এমন আউটফিট পার্টি, ককটেলের জন্য একদম পারফেক্ট।