অ্যাকশন সিনেমায় প্রথমবার অভিনয় করলেন আয়ুষ্মান খুরানা।
সদ্য মুক্তি পাওয়া ' অ্যান অ্যাকশন হিরো' ছবির জন্য তিনি দর্শকদের থেকে প্রশংসিত হচ্ছেন।
ছবির ট্রেলার থেকে একটা ইঙ্গিত ছিল ছবিতে হয়তো রয়েছেন অক্ষয় কুমার।
অক্ষয় মানেই অ্যাকশন কিং। খিলাড়ি কুমারও তিনি।
ছবি মুক্তির পর ইঙ্গিত সত্যি হয়েছে। ' অ্যান অ্যাকশন হিরো' ছবিতে ক্যামিও চরিত্রে রয়েছেন অক্ষয়।
ছবির সাফল্যে খুশি আয়ুষ্মান অক্ষয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে ইনস্টাতে ক্যাপশন সহ ধন্যবাদ জানিয়েছেন, তাঁদের সঙ্গে থাকার জন্য।
ভক্তরাও সেই মন্তব্য বাক্সে জানিয়েছেন খিলাড়ি অক্ষয়ের ছোট্ট অভিনয় ছবিকে অন্য মাত্রা দিয়েছে।