জাহ্নবী কাপুর কালো গাউনে ট্রোল্ড, নেটিজ়েনরা করেছেন পুনম, উরফির সঙ্গে তুলনা!ডিপ গলা কাটা গাউনে জাহ্নবী কাপুর।একটি অনুষ্ঠানের জন্য তাঁর এই সাজ।তাঁকে এই পোশাকে দেখে নেটিজ়েনরা করেছেন ট্রোল্ড।উরফি জাফর, পুনম পাণ্ডের সঙ্গে তাঁকে তুলনা করা হয়েছে।একজন তো আবার মন্তব্য করেছেন, 'পোশাক খোলার প্রতিযোগিত চলছে।'