সুন্দর বাঁধনির স্কার্ট এই গরমে দারুণ আরামদায়ক।
গ্ল্যামারাস লুকের জন্যও এই ধরনের ঐতিহ্যবাহী আউটফিট পরতে পারেন।
কুর্তি, শাড়ি, দোপাট্টায় ট্যুইস্ট আনতে বাঁধনি পরতে পারেন।
নবরাত্রির জন্যও এই ধরনের পোশাক বেশ জনপ্রিয়।
গরমে কিছু স্পেশাল দেখাতে চান, তাহলে বাঁধনির চেয়ে আর ভাল কিছু হয় না।
দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভাট, গরমের জন্য বাঁধনির আউটফিটই বেছে নিয়েছেন।
শাড়ির লুকেও গ্ল্যামারাস বলিউডের অন্যতম তারকা জাহ্নবী কাপুর