21 September 2023
শাহরুখ-বিজয় এক; বললেন অ্যাটলি
৭ সেপ্টেম্বর গোটা বিশ্বের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলি কুমারের প্রথম বলিউড ছবি 'জওয়ান'।
তাতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি। কোটিপতি খলনায়ক হয়েছিলেন তিনি।
অন্যদিকে শাহরুখ খানকে দেখা যায় ছবির নায়ক হিসেবে। তাঁর ছিল দ্বৈত চরিত্র। বাবা-ছেলে দুই চরিত্রেই অভিনয় করেছেন শাহরুখ।
দারুণ অভিনয় করেছিলেন দুই তারকা। এই দুই সুপারস্টার সম্পর্কে এবার অনেককিছু বললেন অ্যাটলি কুমার।
অ্যাটলির বক্তব্য, শাহরুখ খান এবং বিজয় সেতুপতির মধ্যে তেমন তারতম্য নেই। তাঁরা অনেকটা একই রকম।
শাহরুখ খান এবং বিজয় সেতুপতি কখনও ক্লান্ত হন না। তাঁদের এনার্জি একই রকম। বয়স তাঁদের দু'জনের কাছেই কোনও বাধা নয় যেন।
অন্যদিকে দু'জনেই যে কোনও ছবিকে নিজের প্রথম ছবি হিসেবে মনে করেন। তাঁরা খুব সিরিয়াস।
শাহরুখ এবং বিজয়ের সঙ্গে কাজ করতে পেরে এককথায় দারুণ অভিভূত অ্যাটলি কুমারের। তিনি ফের কাজ করতে চান তাঁদের সঙ্গে।