11 January 2024

TV9 Bangla

Credit- Pinterest

জিরাফ থেকে আলু, বলিউড তারকাদের মজার ডাকনামগুলো জানতেন?

বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলের শেষ নেই ভক্তদের। তাঁদের অফ স্ক্রিন জীবনে উঁকিঝুঁকি মারতে পছন্দ করেন তাঁরা।

কৌতুহলী ভক্তরা তাঁদের জীবনের নানা খুঁটিনাটি জানতে চান। এ বার সেই সব সব ভক্তদের জন্য রইল বলিউড অভিনেতাদের মজার সব ডাকনামের তালিকা।

বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মারও। বহু ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন তিনি। কয়েক বছর আগেই তিনি বিয়ে করেছে ক্রিকেটার বিরাট কোহলিকে। বলিউডের এই অভিনেত্রীর একটি মজাদার ডাক নাম রয়েছে। সেটা হল নুশকি।

ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হলেন অভিনেতা অর্জুন কাপুর। প্রযোজক বনি কাপুরের পুত্র তিনি।তাঁর বন্ধুরা তাঁকে ফুবু বলে ডাকেন‌। পরিবার তাঁকে চাচ বলে ডাকেন। এটাই তাঁর ছোটবেলার ডাক নাম।

বর্তমানে বলিউড থেকে হলিউডে দাঁপিয়ে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। বহু ব্লকবাস্টার ছবিতে অভিনয় করার পাশাপাশি তিনি এখন প্রযোজক। প্রিয়াঙ্কার ডাকনাম হল মিঠু।

বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকে কে না চেনেন। অভিষেক বচ্চনের স্ত্রী তিনি। বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তাঁর ছেলেবেলার নাম গুল্লু।

বলিউড ডিভা আলিয়া ভাটের ভক্তসংখ্যা নেহাতই কম নয়। এখন তিনি কাপুর বংশের বউমা। তবে পরিবারের কাছে তিনি আলু। হ্যাঁ, ঠিকই শুনছেন। তাঁর ডাকনাম আলু।

বলিউড বাদশা শাহরুখের ডাকনাম লাকি আলি। জেন ওয়াইয়ের হার্টথ্রব বরুণ ধাওয়ানের ডাকনাম পাপ্পু। অন্যদিকে সোনম কাপুরকে তাঁর বাবা অনিল কাপুর জিরাফ বলে ডাকেন।