18 September 2023
স্বামী নিককে ছাড়াই পরিণীতির বিয়েতে প্রিয়াঙ্কা
শালির বিয়ে বলে কথা। কিন্তু সেই বিয়েতে থাকবেন না জামাইবাবু। তবে দিদি থাকছেন, ভাগ্নি থাকছে...
বিয়ে করছেন পরিণীতি চোপড়া। তিনি বিয়ে করছেন আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডাকে।
আগামী ২৪ সেপ্টেম্বর বিয়ে তাঁদের। সেই বিয়ে হবে রাজস্থানের শহর উদয়পুরের এক বিলাশবহুল হোটেলে।
বিয়েতে অপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্যরা। বিদেশ থেকে দেশে আসবেন পরিণীতির তুতো দিদি প্রিয়াঙ্কাও।
কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে আসবেন না তাঁর স্বামী নিক জোনাস। কেবল প্রিয়াঙ্কা এবং তাঁর মেয়ে মালতি আসবেন বিয়েতে।
কেন আসবে না নিক? তাঁর কারণ নিকের কনসার্ট ট্যুর। ভাইদের সঙ্গে ট্যুরে যাবেন তিনি।
জোনাস ভাই জো এবং কেভিন যাবেন ওয়াশিংটনে। ২৩ সেপ্টেম্বর থাকবেন সেখানে। ২৫ সেপ্টেম্বর যাবেন পিটসবার্গে...
আর সেই কারণেই শালি পরিণীতির রাজকীয় বিয়ে মিস হবে নিকের। তাঁকে মিস করবে গোটা চোপড়া পরিবার।