12 September 2023

'দ্যা ভ্যাক্সিন ওয়ার'-এ কোন চরিত্রে রাইমা

রাইমা সেনের নয়া বলিউড উড়ান। তাঁকে দেখা যাবে 'দ্যা ভ্যাক্সিন ওয়ার' ছবিতে।

রাইমাকে সেখানে দেখা যাবে সাংবাদ মাধ্যমের কর্মী হিসেবে। এর আগেও তিনি সেই চরিত্রে অভিনয় করেছেন।

সৃজিত মুখোপাধ্যায়ের 'বাইশে শ্রাবণ' ছবিতে তাঁকে দেখা যায় এক ক্রাইম রিপোর্টারের চরিত্রে। 

কিন্তু 'দ্যা ভ্যাক্সিন ওয়ার' তিনি অভিনয় করেন সংবাদ মাধ্যমের এক সঞ্চালকের ভূমিকায়। 

ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই পাওয়া যায় রাইমার ঝলক। বেশ পরিণত মনে হয় তাঁকে। 

এই ছবি নিঃসন্দেহে নয়া উড়ান দেবে রাইমাকে। এর আগে ঋতুপর্ণা ঘোষের একাধিক ছবির নায়িকা হিসেবে কাজ করেছেন রাইমা। 

'দ্যা ভ্যাক্সিন ওয়ার' ভারতের করোনা ভ্যাক্সিন তৈরির গল্প বলবে। সেই গল্পে রয়েছে টানাপোড়েন।

রাইমাকে সঞ্চালিকার চরিত্রে বেশ দাপুটে মনে হয়েছে ছবিতে। 

বর্ধমানের মেয়ে তিনি। খুব ছোট বয়সেই পা রেখেছিলেন কলকাতায়। কথা হচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের।