শুরু হচ্ছে 'বিগ বস ১৭'। সঞ্চালক প্রতিবারের মতোই সলমন খান। একটা সময় এই শো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলিউড ভাইজান।
কিন্তু লাভের লাভ খুব একটা হয়নি, কারণ মোটা টাকা দিয়ে তাঁকে চ্যানেল কর্তৃপক্ষ আটকে রেখেছেন। কোটি টাকার প্রস্তাব ফেরাতে পারিনি ভাইজান।
এক একটি এপিসোড পিছু চড়া পারিশ্রমিক পকেটে পুরে থাকেন সলমন। তবে এবার যে অংক তিনি হেঁকেছেন তা রীতিমতো মাথা ঘুরিয়ে দেবে।
বেশ কয়েক বছর ধরে ১০০ কোটি পারিশ্রমিক নিয়ে বলিউডে চর্চা তুঙ্গের। সদ্য শাহরুখ খান 'জওয়ান' ছবির জন্য ১০০ কোটি নিয়েছেন।
কিন্তু একটি এপিসোড পিছু ৫০ কোটি টাকা? সত্যি সলমন খান এই পরিমাণ অর্থ চেয়েছেন? চ্যানেল কর্তৃপক্ষ তা দ্বিতীয় রাজি হয়েছেন?
এ তথ্য যেন বিশ্বাস করতে পারছে না এক শ্রেণি। তবে বলিউড লাইফ ওয়েবসাইটের দাবি সলমন খান নাকি নতুন এই সিজনের জন্য এতটাই পারিশ্রমিক পাচ্ছেন।
সলমন খান কিংবা চ্যানেল কর্তৃপক্ষ এই প্রসঙ্গে বিন্দুমাত্র মন্তব্য করেননি। একদিকে যেমন তাঁর পারিশ্রমিক ঘিরে চর্চা তুঙ্গে, তেমনই এবার সিজন নিয়েও সরগরম টেলি দুনিয়া।
শত মুক্তি পেয়েছে এই রিয়্যালিটি শো-এর প্রোমো। যেখানে এক অন্য লুকে ধরা দিলেন সলমন খান। প্রমোতে মিলল স্পষ্ট ইঙ্গিত। এবারের প্রতিযোগিতা বেস করা হতে চলেছে।