18 September 2023

এই কারণেই 'মুন্নাভাই'-এর তৃতীয় ভাগ হবে না

এক বিজ্ঞাপনের কাজের জন্য সম্প্রতি রাজকুমার হিরানীর সঙ্গে শুটিং করলেন সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ারসি।

সকলেই ভাবতে শুরু করেছিলেন তারপর থেকে যে, এই শুটিং হয়তো 'মুন্নাভাই' ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবির জন্য। 

আরও জোড়ালো হয়েছিল জল্পনা। কারণ, শাহরুখ খানকে নিয়ে তৈরি রাজকুমারের ছবি 'ডাঙ্কি'তে থাকছেন মুন্নাভাই এবং সারকিট দু'জনেই।

কিন্তু শোনা যাচ্ছে, 'মুন্নাভাই' ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি নাকি কোনওদিনই তৈরি হবে না। 

এর কারণ ভারী বিচিত্র। ছবির প্রযোজকের সঙ্গে নাকি খুব ঝগড়া করছেন এই পরিচালক রাজকুমার হিরানী।

'ডাঙ্কি'তে প্রযোজক হিসেবে থাকার কথা ছিল বিধু বিনোদ চোপড়ার। কিন্তু তিনি সরেছেন। 

এর কারণ শাহরুখ খান। কেরিয়ারের শুরুতে শাহরুখ খানকে প্রযোজনা সংস্থার বাইরে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছিলেন বিধু। কাজও দেননি তাঁকে।

সেই ক্ষোভে বিধুর সঙ্গে শাহরুখ 'ডাঙ্কি'তে কাজ করতে চাননি। এদিকে রাজকুমারও শাহরুখ ছাড়া ছবি করবেন না। তাই প্রযোজক-পরিচালক সমস্যা মিটছেই না।