অবশেষে শ্বেতার কোন স্বপ্নপূরণ
19 September 2023
শ্বেতা তিওয়ারি, টেলিদুনিয়ার জনপ্রিয় মুখ হলেও লক্ষ্য ছিল তাঁর বলিউড। বহুদিন ধরে স্বপ্ন দেখেছেন তিনি বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করবেন।
বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের প্রস্তাবও পেয়েছেন তিনি। কাজও করেছেন নিজের ১০০ শতাংশ দিয়ে। তবে ইচ্ছে ছিল মনে রোহিত শেট্টির সঙ্গে কাজ করার
রিয়্যালিটি শোয়ে গিয়ে রোহিতের সঙ্গে বাড়ি তাঁর যোগাযোগ। তারপরই পুলিশ সিরিজে কাজ পান শ্বেতা তিওয়ারি। সদ্য তাঁর মেয়েও বলিউডে নাম লিখিয়েছেন
পলক তিওয়ারি সলমন খানের হাত ধরে বলিউডে এসেছেন, যদিও শ্বেতার কথায় তিনি তাঁর মেয়েকে এই বিষয় তেমন কোনও সাহায্য করবেন না
নিজেরটা বুঝে নিতে জানতে হবে। তাই নিজের কেরিয়ার নিয়েই ব্যস্ত মা শ্বেতা। এবার তিনি কাজ করতে চলেছেন রোহিতের সঙ্গে।
ইচ্ছে প্রকাশ করেছিলেন প্রকাশ্যেই। জানিয়েছিলেন তিনি রোহিতের পরিচালনা. কাজ করতে চান। এবার তাই সত্যি হওয়ার পালা।
শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই শুটিং। শুটিং সেট থেকে শ্বেতার ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল। মা-মেয়ে যেন দুই বোন। শ্বেতার যেন বয়স হয় না।
শ্বেতাকে দেখএ অনেকেই বিশ্বাস করতে পারেন না যে পলক তাঁর মেয়ে। বোল্ড লুকে তাক লাগিয়ে এখনও দৃষ্টি আকর্ষণ করে চলেছেন শ্বেতা।
Learn more