21 September 2023
বলিউডের নিউ নর্মাল কী সলমনের মতে?
বলিউডের নিউ নর্মাল কী? করোনাকালের পর থেকে এই 'নিউ নির্মাল' শব্দ বন্ধটি প্রচলিত হয়েছে...
সলমন খানের মতে বলিউডের নিউ নর্মাল হল ৫০০ কোটির ক্লাব। তাঁর ছবি দিয়েই ১০০ কোটি ক্লাবের ধারণা তৈরি হয়েছিল টিনসেল টাউনে।
ঈদে মুক্তিপ্রাপ্ত সলমনের বাণিজ্যিক ছবি সারাদেশে আয় করত ১০০ কোটিরও বেশি। তারপর থেকে সেটাই হয়ে গিয়েছিল মাইল ফলক।
প্রত্য়েক পরিচালকই ছুঁতে চাইতেন সেই মাইলফলকটি। কিন্তু উন্নত হয়েছে মাইল ফলকের অঙ্ক। বেড়েছে ফলকের সংখ্যা।
এখন ব্লকবাস্টার ছবি মানেই ১০০০ কোটির ব্যবসা। কিছু না হলেও ৫০০ কোটির ব্যবসা তো বটেই।
সম্প্রতি 'গদর ২', 'জওয়ান' দারুণ ব্যবসা করেছে বাণিজ্যিক ভাবে। প্রথম সপ্তাহেই ছুঁয়ে ফেলেছে ৫০০ কোটি টাকার মাইলফলক।
আর ঠিক এই কারণেই সল্লু ভাই বিষয়টিকে 'নিউ নর্মাল' বলছেন। এখন ৫০০ কোটির ক্লাবে ঢুকতে চাইছেন সকল নির্মাতা এবং তারকাই।
সলমন বলেছেন, "আমার মনে হয় নতুন ক্লাব তৈরি হচ্ছে বলিউডে। এবং এসেই ক্লাবের নাম ৫০০ কোটির ক্লাব।"