23 September 2023
ভাইরাল জ্বরে জিনাত আমান
একটা সময় বলিউড মাতিয়েছিলেন অভিনেত্রী জিনাত আমান। এখন অনেকটাই বয়স হয়েছে তাঁর।
এই বয়সে এসেও কাজ থেকে বিরতি নেননি জিনাত। বলিউডে ফের অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন অভিনেত্রী।
এমনকী, সোশ্যাল মিডিয়াতেও ফিরে এসেছেন নতুন উদ্যমে। নিত্যদিন পোস্ট করছেন নানা কিছু।
সেই পোস্ট থেকেই জানা যায়, বিগত ১০ দিন অসুস্থ জিনাত। বিছানা থেকেও উঠতে পারেননি তিনি।
কী হয়েছে জিনাতের? এখন খুব ভাইরাল জ্বর হচ্ছে সবার। জিনাত আমানেরও হয়েছে সেই ভাইরাল জ্বরই।
ডাক্তার বলেছেন, সম্পূর্ণ শয্যাশায়ী থাকতে। একটুও কাজ না করতে। সেই মতোই চলছেন জিনাত।
তাঁর অসুস্থতার খবরে দুশ্চিন্তায় তাঁর অনুরাগীকুল। সকলেই দ্রুত আরোগ্য কামনা করেছেন অভিনেত্রীর জন্য। সুস্থ হয়ে কাজে ফিরতে চান জিনাত।
জানা গিয়েছে, অভিনেতা অভয় দেওল এবং শাবানা আজ়মির সঙ্গে একটি ছবিতেও কাজ করবেন জিনাত। ছবির নাম 'বান টিক্কি'।