ভারতে লঞ্চ হয়েছে বোল্ট অডিয়ো এয়ারবাস প্রোপডস এক্স ট্রু ওয়্যারলেস স্টিরিয়ো ইয়ারবাডস।
ভারতে লঞ্চের পর এই ইয়ারবাডসের ইন্ট্রোডাক্টরি প্রাইস ১৪৯৯ টাকা।
ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট এবং বোল্ট অডিয়ো সংস্থার অফিশিয়াল সাইট থেকে এই ইয়ারবাডস কেনা যাবে।
এটি একটি আইপিএস৫ রেটেড ডিভাইস। অর্থাৎ ঘাম এবং জলের ক্ষেত্রে এই ইয়ারবাডস রেসিসট্যান্ট ডিভাইস হিসেবে কাজ করে।
এই ইয়ারবাডসে ১০ মিনিট চার্জ দিলে ১০০ মিনিট প্লেব্যাক টাইম পাওয়া যায় বলে দাবি করেছে বোল্ট অডিয়ো সংস্থা।