পিৎজা খেতে সকলেই ভালবাসেন
তবে বাড়িতে সব সময় তা বানানো হয়ে ওঠে না
ফ্রিজে যদি পাঁউরুটি থাকে তাহলে সহজেই বানিয়ে ফেলতে পারবেন
স্লাইস ব্রেডের উপর প্রথমে ভাল করে বাটার আর পিৎজা সস লাগিয়ে নিন
এরপর ক্যাপসিকাম, বেলপেপার, টমেটো, পেঁয়াজ, পনিরের ছোট ছোট টুকরো,সুইট কর্ন, ক্যাপসিকাম উপরে সাজিয়ে দিন
এবার উপর থেকে চিজ গ্রেট করে দিন, চাইলে মেয়োনিজও দিতে পারেন
এবার একটা নন স্টিক প্যানে হালকা বাটার ব্রাশ করে পাঁউরুটি দিয়ে চাপা দিন ১০ মিনিটের জন্য। তৈরি ব্রেড পিৎজা, উপর থেকে চিলিফ্লেক্স ছড়িয়ে পরিবেশন করুন