ব্রাইডাল ট্রেন্ডস ২০২২
চিরাচরিত লাল রঙের বাইরে গোলাপী রঙকেও বিবাহের পোশাক হিসেবে বেছে নেন বহু কনে। প্যাস্টেল গোলাপী, ডাস্ট গোলাপী রঙের লেহেঙ্গা বেশ নজর কাড়া।
বিয়ের পোশাকের সঙ্গে ডিপ নেকলাইন ব্লাউজ পছন্দে অধিকাংশ কনের। ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে হাল ফ্যাশনের ছোঁয়া দিতে বেশি আগ্রহী নয়া প্রজন্মের নববধূরা।
লাল এবং মেরুন রঙে যাঁরা পছন্দ করেন, তাঁরা ফ্লোরাল প্যাটার্ন ও লাল বা মেরুন মখমলের উপর থ্রেডওয়ার্ক এমব্রয়ডারির লেহেঙ্গা ট্রাই করতে পারেন।
লেহেঙ্গার সঙ্গে বিশাল ওড়না এখন আরও বেশি আকর্ষণীয় করে তোলে। একরঙা বা মিসম্যাচ দোপাট্টা ব্যবহার করতে পারেন।
সূক্ষ্ম গহনা, প্রাণবন্ত রং এবং রাজকীয় পোশাক সবই এই অনুষ্ঠানের অংশ।
রঙিন ও ভারী এমব্রয়ডারি। হলদি বা মেহেন্দি অনুষ্ঠান তো বটেই বিয়ের জন্য প্রাণবন্ত ও উজ্জ্বল একরঙা লেহেঙ্গা বা স্কার্ট দারুণ ট্রেন্ডি।