পরিশ্রম করেই ভাগ্যে আনুন অঢেল টাকা-পয়সা! মানুন চাণক্য-নীতি
আচার্য চাণক্য নীতি অনুযায়ী, জীবনে তাড়াতাড়ি ধনী হতে চাইলে এই ৩টি জিনিসের যত্ন নেওয়া খুব জরুরি।
কঠোর পরিশ্রমেই মেলে সৌভাগ্য। পরিশ্রমের প্রতিফলন হয় জীবনে। পাশাপাশি বাড়ে সম্পত্তি ও সম্মান।
চাণক্যনীতি অনুসারে, যারা পরিশ্রমী ও ভাল আচার ব্যবহার করেন, তাদের কাজে সন্তুষ্ট হয়ে লক্ষ্মী আশীর্বাদ করেন।
বছরের পর বছর পরিশ্রম করেও ব্যর্থ হোন অনেকেই। কিন্তু যাই হোক না কেন, টাকাই সবসময় কথা বলে।
আচার্য চাণক্যের মতে, আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য সাফল্য থাকা অবশ্যই জরুরি। টাকা থাকলে জীবন অনেক সহজ হয়।
চাণক্য বলেছেন টাকা খরচ করার আগে হাজারবার ভাবতে হবে। বুদ্ধিমানের সঙ্গে অর্থ ব্যয় করা উচিত্।