শীঘ্রই 5G পরিষেবা শুরু করবে BSNL।
Airtel, Jio থেকে আর পিছিয়ে থাকবে না BSNL।
এমনই জানিয়েছেন, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
BSNL 200টি সাইটে 4G নেটওয়ার্ক চালু করেছে।
আর বেশিদিন অপেক্ষা করতে হবে না।
চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে 4G চালু হবে।
তারপরে 4G নেটওয়ার্ক 5G-তে আপগ্রেড করা হবে।