BSNL

BSNL

4G সার্ভিস লঞ্চ করে টেলিকম দুনিয়ায় কামব্যাকের পরিকল্পনা করেছে BSNL।

TCS-র সহায়তায় সারা ভারতে এক লক্ষ সাইটে 4G লঞ্চ করতে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

মোট 24,556.37 কোটি টাকায় BSNL-কে 1 লক্ষ সাইটের জন্য 4G সরঞ্জাম দেবে TCS।

TCS আগামী 10 বছর বিএসএনএলের নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ করবে।

যেখানে Airtel, Jio-র মতো সংস্থাগুলি 5G লঞ্চ করেছে, সেখানে অনেকটাই পিছিয়ে BSNL।

3G নেটওয়ার্কের কারণে বর্তমানে খুব বেশি গ্রাহক BSNL-র পরিষেবা নিতে আগ্রহী নন।

তবে দেশে BSNL-এর 4G সার্ভিস চালু হবে, তার সুনিশ্চিত দিনক্ষণ এখনও জানা যায়নি।