OTT-র জগতে পদার্পণ করল ভারত সঞ্চার নিগম লিমিটেড।
BSNL-এর OTT পরিষেবার নাম Cinemaplus।
BSNL সিনেমাপ্লাস ওটিটি পরিষেবার খরচ শুরু হচ্ছে 49 টাকা থেকে।
BSNL সিনেমাপ্লাস ওটিট-র সবথেকে দামি প্ল্যানের জন্য 249 টাকা খরচ করতে হবে।
49 টাকার প্ল্যানে দর্শকরা শেমারুমি, হাঙ্গামা, লায়ন্সগেট এবং এপিকঅনের কনটেন্ট দেখতে পাবেন।
সিনেমাপ্লাস ফুল প্যাকে রয়েছে জিফোর প্রিমিয়াম, সনিলিভ প্রিমিয়াম, ইয়ুপটিভি এবং হটস্টার।
ফুল প্যাক প্ল্যানটির জন্য কাস্টমারদের 199 টাকা খরচ করতে হবে। প্রিমিয়াম প্যাকের খরচ 249 টাকা।
প্রিমিয়াম প্যাকে দর্শকরা দেখতে পাবেন জ়িফাইভ প্রিমিয়াম, সনিলিভ প্রিমিয়াম, ইয়ুপটিভি, শেমারুমি, হাঙ্গামা, লায়ন্সগেট এবং হটস্টার।