বাড়িতে সুখ-শান্তি বজায় রাখতেই সকলে পুজো করেন

এছাড়াও ফুল-মোমবাতি দিয়ে বাড়ি সাজালে দেখতেও ভাল লাগে

আর বাড়ি সাজিয়ে রাখতে বুদ্ধ মূর্তির জুড়ি মেলা ভার

বাস্তু শাস্ত্র মতে, কোনও ব্যক্তির মনের অবস্থা তাঁর বসবাসের স্থানের সঙ্গে সরাসরি সম্পর্কিত

এ কারণেই বলা হয় যে, বুদ্ধ মূর্তি ঘরের সঠিক জায়গায় রাখলে মানসিক স্বাস্থ্য সুস্থ থাকে এবং ঘরে শান্তি বজায় থাকে

বাস্তু মতে বাড়ির প্রবেশদ্বারে প্রতিরক্ষা ভঙ্গিতে বুদ্ধ মূর্তি স্থাপন করা মঙ্গলজনক বলে মনে করা হয়

সব সময় মাটি থেকে তিন ফুট উপরে রাখুন বুদ্ধদেবের মূর্তি