23 July 2024
বাজেটে দাম কমল ৩টি জীবনদায়ী ওষুধের
TV9 Bangla
নরেন্দ্র মোদীর ৩.০ সরকারের প্রথম বাজেটে দেশবাসীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ক্ষেত্রে ৮৯ হাজার ২৮৭ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
যত দিন যাচ্ছে, গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও ক্যানসার আক্রান্তের হার বাড়ছে। তাই এই রোগের উপশমে বাজেটে বিশেষ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
এবারের বাজেটে ক্যানসারের তিনটি ওষুধের দাম কমানোর কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
অন্তর্বর্তীকালীন বাজেটে স্কুল ছাত্রীদের বিনামূল্যে সার্ভাইক্যাল ক্যানসারের টিকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সীতারামন। পূর্ণাঙ্গ বাজেটে তার উল্লেখ হয়নি।
যে কোনও রোগ নির্ণয়ের জন্য এক্স-রে জরুরি। প্যাথলজি ল্যাবের সংখ্যাও বাড়ছে। এবারের বাজেটে এক্স-রে মেশিনের দাম কমানোর কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
অঙ্গনওয়াড়ি কর্মী থেকে আশাকর্মী, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সকলকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে।
স্বাস্থ্য ক্ষেত্রের পাশাপাশি শিক্ষা ও মহিলাদের উন্নয়নে এবারে বিশেষ জোর দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার।
আরও পড়ুন