রেলের জন্য আর আলাদা বাজেট নয়, গত কয়েক বছর ধরে সাধারণ বাজেটেই জায়গা পাচ্ছে রেল।
চলতি বছরের গোড়া থেকেই পরপর ট্রেন দুর্ঘটনার সাক্ষী হয়েছে ভারতীয় রেল। ফলে এবারের বাজেটে রেল বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করেছিল আমজনতা।
মোদী ৩.০ সরকারের প্রথম বাজেটে রেলের বরাদ্দ বেড়েছে। তবে সেটা খুব সামান্য বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীরা।
সাধারণ যাত্রীবাহী ট্রেন নিয়ে এবারের বাজেটে কোনও ঘোষণা নেই। তবে বন্দে ভারত এক্সপ্রেস ও বুলেট ট্রেন নিয়ে বিশেষ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
এবারের বাজেটে রেলের জন্য বরাদ্দ করা হয়েছে ২ লাখ ৭৮ হাজার ৫০০ কোটি টাকা। আর হাইস্পিড ট্রেনের জন্য বরাদ্দ বেড়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা।
এবারের বাজেটে মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেনে বরাদ্দ কমানো হল। তবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের বরাদ্দ গত বছরের তুলনায় বেড়েছে।
এবারের বাজেটে কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো, এয়ারপোর্ট-নিউগড়িয়া মেট্রো ও জোকা বিবাদীবাগ ভায়া মাঝেরহাট মেট্রো প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে।
নতুন রেল প্রকল্প, ট্রেন ভাড়া বা রেলের সুরক্ষা নিয়ে বাজেটে কিছু ঘোষণা করেননি সীতারামন। তবে ‘কবচ’ কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।