23 July 2024

কত আয়ে কত কর? জানুন নতুন হিসেব

TV9 Bangla

তৃতীয় এনডিএ সরকার গঠনের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

সেই বাজেটে কর কাঠামোয় পরিবর্তনের ঘোষণা করেছেন তিনি। কত টাকা রোজগারে কত শতাংশ আয়কর দিতে হবে তাও জানিয়েছেন।

পুরনো কর কাঠামোয় (ওল্ড রেজিম) কোনও পরিবর্তন আনা হয়নি। তবে নয়া কর কাঠামোর (নিউ রেজিম) কিছু পরিবর্তনের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

নতুন কর কাঠামোয় বাৎসরিক রোজগার ৩ লক্ষ টাকা পর্যন্ত কোনও আয়কর দিতে হবে না।

তবে বাৎসরিক ৩ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত রোজগারের উপর ৫ শতাংশ আয়কর দিতে হবে।

বাৎসরিক ৭ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা রোজগারের উপর ১০ শতাংশ আয়কর দিতে হবে।

বাৎসরিক ১০ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত রোজগারের জন্য ১৫ শতাংশ কর নেবে আয়কর দফতর।

বাৎসরিক ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা রোজগারের জন্য দিতে হবে ২০ শতাংশ আয়কর।

বাৎসরিক রোজগার ১৫ লক্ষ টাকার বেশি হলে দিতে হবে ৩০ শতাংশ আয়কর।