23 July 2024
ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের জন্য বড় ঘোষণা সীতারামনের
TV9 Bangla
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং উদ্যোগপতিদের ((MSME) জন্য এবার দরাজ নরেন্দ্র মোদী সরকার।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং উদ্যোগপতিদের জন্য মোদী সরকারের অন্যতম প্রকল্প মুদ্রা যোজনা। মোদী ৩.০ সরকারের প্রথম বাজেটে সেই প্রকল্পে বরাদ্দ বাড়ল।
MSME-র মুদ্রা লোনের ঊর্ধ্বসীমা এতদিন ১০ লক্ষ টাকা ছিল। এবার সেটা বাড়িয়ে ২০ লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হল।
MSME-র জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম থাকছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ১০০ কোটি টাকা মূল্যের সেলফ ফাইনান্সিং গ্যারান্টি ফান্ড তৈরি হচ্ছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, সরকারি ব্যাঙ্ক এমএসএমই-র মূল্যায়ণ করে ঋণ দেবে। পুরানো ঋণ শোধ করলে আরও বেশি ঋণ পাওয়া যাবে।
MSME-দের যন্ত্র কিনতে এবং উন্নত পরিকাঠামো ব্যবহার করার জন্য় টার্ম লোনের সুবিধাও থাকছে।
এবারের বাজেটে MSME-দের জন্য এক্সপোর্ট হাব তৈরি করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
MSME-র উন্নয়নে দেশে ১২টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, শ্রমিকদের জন্য ভাড়াবাড়িতে থাকার ব্যবস্থা তৈরি করা হবে। কলকাতা-অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি হবে।
আরও পড়ুন