30 JAN 2025

 ১ ফেব্রুয়ারির পর কি দামি হয়ে যাবে  স্মার্টফোন- ল্যাপটপ?

credit:GettyImages

আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন।

মোদী ৩.০-র প্রথম পূর্ণাঙ্গ বাজেট এটি। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে বাজেট নিয়ে প্রত্যাশাও অনেক।

প্রযুক্তি খাতে এবার বরাদ্দ বাড়াতে পারে কেন্দ্র। মনে করা হচ্ছে, এই বাজেটের পর স্মার্টফোন, ল্যাপটপ দামি হয়ে যাবে।

মনে করা হচ্ছে, সরকার পূর্বনির্ধারিত কর ব্যবস্থা আনতে পারে।

ডেটা সেন্টার, ক্লাউড কম্পিউটিং, বায়োকেমিস্ট্রি, গ্রিন টেকনোলজি ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের উপরে এই কর আরোপ হতে পারে।

শোনা যাচ্ছে, সরকার এআই, ডেটা সেন্টার, সেমিকন্ডাক্টরের মতো সেক্টরগুলিকে করের আওতায় আনতে পারে।

এর প্রভাবেই স্মার্টফোন, ল্যাপটপের দাম বেশ কিছুটা বাড়তে পারে।

বাজেটে দেশে বিনিয়োগও বাড়তে পারে। পাশাপাশি দেশে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।