প্রথমবার নির্বাচনে লড়েছিলেন ২৫ বছর বয়সে। সেই সময় সিপিএমের সবথেকে কনিষ্ঠতম প্রার্থী ছিলেন তিনি।
তরুণ সিপিএম নেতা নেতা শতরূপ ঘোষের মোট সম্পত্তির পরিমাণ কত জানেন?
সাউথ পয়েন্টে স্কুলের পাঠ চুকিয়ে ২০০৫ সালে অর্থনীতিতে স্নাতক করার জন্য ভর্তি হন আশুতোষ কলেজে।
ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ সালে স্নাতকোত্তর পাশ করেন। যদিও স্নাতকে পড়ার সময়েই হয়ে গিয়েছে রাজনীতিতে হাতেখড়ি।
আশুতোষ কলেজে পড়ার সময় বাম রাজনীতিতে পা। ২০০৫ সালে কলেজের এসএফআই ইউনিটে যোগ।
২০১১, ২০১৬, ২০২১ সালে সিপিএমের টিকিটে বিধানসভা নির্বাচনে লড়েছেন কসবা থেকে। কিন্তু জয় আসেনি।
২০২১ সালে তিনি নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছিলেন, তাতে দেখা যাচ্ছে সেই সময় তাঁর হাতে ছিল নগদ ২ হাজার টাকা।
একটি ব্যাঙ্কাউন্টে সেই সময় ছিল ১ লক্ষ ৬০ হাজার ৩৬১ টাকা। আরও একটি জয়েন্ট অ্যাকাউন্টে সেই সময় ছিল ৪০ হাজার টাকা।
আরও পড়ুন