আপনি কি বাড়ি বা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন? এর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে কয়েকটি জিনিস মাথায় রাখা প্রয়োজন। এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করে তবেই বাড়ি কেনার ব্যাপারে পদক্ষেপ করুন।
বাড়ি কেনার বিষয়ে অনেকেরই মনের ভিতরে আবেগ কাজ করে। বাড়ি বানানো বা কেনার মানেই জীবনের সঞ্চয় লগ্নি করে ফেলা। তা করার আগে প্রয়োজনীয়তা, উপযোগিতার বিষয়টি যাচাই করে নেওয়া প্রয়োজন।
হেঁশেলের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল কর্নফ্লাওয়ার। খাবার মুচমুচে করতে কর্নফ্লাওয়ারের জুড়ি মেলা ভার
বাড়ি বানাতে বা ফ্ল্যাট কিনতে বড় অঙ্কের অর্থের দরকার হয়। তাই বাড়ি কেনার আগে নিজের বাটেজ ঠিক করুন। আর্থিক সংস্থানের বিষয়ে গভীরে ভাবনা চিন্তা করে তবেই এ গিয়ে যান।
হেঁশেলের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল কর্নফ্লাওয়ার। খাবার মুচমুচে করতে কর্নফ্লাওয়ারের জুড়ি মেলা ভার
বাড়ি বানানো বা ফ্ল্যাট কেনার বিষয়ে সবথেকে গুরুত্বপূর্ণ হল লোকেশন। কোন জায়গায় আপনি বাড়ি বানাতে বা কিনতে চাইছেন। তা আগে ঠিক করুন। বাড়ি মানে সারা জীবনের লগ্নি। তাই ভেবে চিন্তেই এই কাজে এগিয়ে যান।
হেঁশেলের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল কর্নফ্লাওয়ার। খাবার মুচমুচে করতে কর্নফ্লাওয়ারের জুড়ি মেলা ভার
বাড়ি কিনতে গিয়ে অধিকাংশ জনকেই ঋণ নিতে হয়। অনেক আর্থিক প্রতিষ্ঠানই ঋণ দেয়। কোন ব্যাঙ্ক সহজে কম সুদে ঋণ দিচ্ছে, তা নিয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে তবেই এগিয়ে যান।
হেঁশেলের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল কর্নফ্লাওয়ার। খাবার মুচমুচে করতে কর্নফ্লাওয়ারের জুড়ি মেলা ভার
ঋণ তো নিলেন, বাড়ি কেনাও হয়ে গেল। এর পর চলবে প্রতি মাসের ইএমআই। বাড়ি কেনার আগেই এ ব্যাপারে চিন্তা করুন। আপনি যে অঙ্কের ঋণ নিচ্ছেন, তার জন্য প্রতি মাসে কত টাকা ইএমআই দিতে হবে। তা আগে থেকেই জেনে নিন।
হেঁশেলের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল কর্নফ্লাওয়ার। খাবার মুচমুচে করতে কর্নফ্লাওয়ারের জুড়ি মেলা ভার
ঋণ নিয়ে বাড়ি কেনার পর প্রতি মাসে ইএমআই একটি বড় খরচা। দৈনন্দিক জীবনযাপনের খরচের পাশাপাশি এই টাকাও আপনাকে গুণতে হবে। তাই কী ভাবে খরচের ম্যানেজ করবেন, সে বিষয়ে বাড়ি কেনার আগে থেকেই ভেবে রাখা দরকার।
বাড়ি বা ফ্ল্যাট কেনার আগে সে সবের কাগজপত্র ভাল করে দেখে নেওয়া প্রয়োজন। সম্পত্তির নথি খুবই গুরুত্বপূর্ণ। যে সম্পত্তি আপনি কিনবেন সে ব্যাপারে ভালো করে খোঁজ খবর নেওয়া আবশ্যক।