তিনি বিধায়ক-মন্ত্রী। লেকটাউনে চোখ ধাঁধানো দুর্গাপুজোর উদ্যোক্তা। সেই সুজিত বসুর সম্পত্তির পরিমাণ কত?
03 October 2023
২০১১ সালে তৃণমূলের হাত ধরে প্রথম জয়। নতুন সরকার তৈরি হতেই পা রেখেছিলেন বিধানসভায়। জিতেছিলেন বিধাননগর বিধানসভা কেন্দ্র থেকে।
বর্তমানে দমকল দফতর রয়েছে তাঁর হাতে। শেষ বিধানসভা ভোটেও জিতেছেন বিধাননগর থেকে।
নির্বাচন কমিশনের তরফে প্রাপ্ত তথ্য বলছে, ২০১৫ সালের পর থেকেই সুজিতের সম্পত্তির ক্রমেই ঊর্ধ্বগতি দেখতে পাওয়া গিয়েছে।
২০১৫-১৬ সালে তাঁর বার্ষিক আয় ছিল ২০ লক্ষ ১৫ হাজার ৬৫০ টাকা। ২০১৬-১৭ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় ৩৬ লক্ষ ৮ হাজারের উপরে।
২০১৭-১৮ অর্থবর্ষে তা আরও বাড়ে। আয় দাঁড়ায় ৬০ লক্ষ ১৪ হাজার ১৬০ টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে তা দাঁড়ায় ৫৬ লক্ষের উপরে। ২০১৯-২০ অর্থবর্ষে তা দাঁড়ায় ৫৩ লক্ষ ৬৫ হাজার ৩০০ টাকা।
তাঁর স্ত্রী স্বর্ণালী বসুর আয়ও নেহাত কম নয়। ২০১৮-১৯ অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় ছিল ৩ লক্ষ ২৭ হাজার ২৮০ টাকা। তার আগের বছর আবার তা ৭ লক্ষের উপরে। ২০১৭-১৭ অর্থবর্ষে তা ছিল ১৬ লক্ষের উপরে।
একইসঙ্গে সুজিত দেন ৫ লক্ষ ১১ হাজার টাকার বেশি এলআইসি প্রিমিয়াম। ২০১৪ সালের হিসাব বলছে তাঁর রয়েছে প্রায় ১৪ লক্ষ টাকার একটি টয়োটা ইনোভা গাড়ি।
২০১৯ সালের তথ্য বলছে, সুজিতের হাতে রয়েছে আরও একটি চারচাকা। স্করপিও গাড়িটির বাজারমূল্য প্রায় ১৫ লক্ষের বেশি।
সুজিতের হাতে রয়েছে প্রায় ১ কোটি ৪১ লক্ষ ৪৪ হাজারের বেশি অস্থাবর সম্পত্তি। স্ত্রীর হাতে রয়েছে ৬০ লক্ষ ৬৩ হাজারের অস্থাবর সম্পত্তি।
অন্যদিকে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় সুজিত জানিয়েছেন, ২০২০ সাল পর্যন্ত তাঁর একটি ব্যাঙ্ক অ্য়াকাউন্টে রয়েছে ৩৯ লক্ষ ৪৪ লক্ষ ৫৫৮ টাকা।
ফিক্সড ডিপোজিট রয়েছে ১০ লক্ষ টাকার। হলফনামায় সুজিত জানিয়েছেন, ১৯৮০ সালে মাধ্যমিক পাশ করেন তিনি। মতিঝিল কলেজ অব কমার্সে ক্লাস ইলেভেনে ভর্তি হন। ইলেভেনে সেখানে পড়াশোনা করেন। তারপর আর পড়াশোনা করেননি তিনি।