27th February,  2025

হাতে মাত্র ১দিন, মিলছে বিনামূল্যে পেট্রোল; কীভাবে পাবেন জেনে নিন

TV9 Bangla

Credit - Bharat Petroleum

পেট্রোলের দাম এখন আকাশছোঁয়া। আর সেখানে কিনা বিনামূল্যে পাওয়া যাচ্ছে পেট্রোল। শুনলে অবাক লাগলেও এটাই সত্যি।

আপনি কি মোটরবাইক চালান? তা হলে বিনামূল্যে এ বার পেট্রোল পেতে পারেন। কোথায় পাবেন? কীভাবে পাবেন? জেনে নিন বিস্তারিত।

রাষ্ট্রায়ত্ব তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম দু-চাকার চালকদের ৭৫ টাকার পেট্রোল বিনামূল্যে দেবে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই অফারটি চালু করেছে।

২৮ ফেব্রুয়ারি অবধি চলবে এই অফার। কীভাবে তা পাওয়া যাবে? এই অফার পেতে হলে ১৮ বছর বা তার বেশি বয়স হতে হবে।

সংস্থার কর্মচারী, ডিলার, ডিস্ট্রিবিউটার এবং সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই অফার পাবেন না। এই অফার পেতে গেলে প্রথমে মোবাইল নম্বর রেজিস্টার করতে হবে।

মোবাইল নম্বর রেজিস্টার করলে ১ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। গ্রাহকদের ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্প থেকে পেট্রোলের সঙ্গে অন্তত এক প্যাক MAK 4T ইঞ্জিন তেল কিনতে হবে।

ওই ইঞ্জিন তেল কেনার পর ৭৫ টাকার ফ্রি পেট্রোল পাওয়া যাবে। ইঞ্জিনের বোতলে একটি কিউআর কোড স্ক্যানার রয়েছে।

সেই কোড স্ক্যান করলে ১ হাজার টাকা অবধি পেয়ে যেতে পারেন। সংস্থার মতে, রেজিস্টার করা এক মোবাইল নম্বর থেকে একবারই এই অফারটি পাবেন।