আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন।

ফ্যাশন ডিজ়াইনার হিসেবে দেশব্যাপী খ্যাতি থাকলেও এখন তিনি পুরোদস্তুর রাজনীতিক। বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মহিলা মুখ।

রাজ্য বিজেপির মহিলা মোর্চার দায়িত্ব সামলেছেন। এখন আরও দায়িত্ব বেড়ে বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক। বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মহিলা মুখ অগ্নিমিত্রার কত সম্পত্তি জানেন?

২০১৯-২০ অর্থবর্ষে অগ্নিমিত্রার মোট বার্ষিক আয় ছিল ২১ লাখ টাকা। তাঁর স্বামী পার্থ পালের ২০১৯-২০ অর্থবর্ষের মোট আয় ছিল ১ কোটি ২৮ লাখ টাকা।

একুশের নির্বাচনের সময় দেওয়া হলফনামা অনুযায়ী, অগ্নিমিত্রার একটি ফিক্সড ডিপোজিটও রয়েছে ৪ লাখ ৭৬ হাজার টাকার। এছাড়া বিভিন্ন সেভিংস অ্যাকাউন্ট মিলিয়ে সেই সময়ে তাঁর ৪৫ লাখ ৮১ হাজার টাকা ছিল।

সোনাতেও লগ্নি রয়েছে অগ্নিমিত্রার। নির্বাচনী হলফনামা বলছে, ৫ লাখ ৮০ হাজার টাকার গোল্ড বন্ড কিনেছেন তিনি। দু'টি এলআইসিও রয়েছে বিজেপি বিধায়কের। একটি ১ লাখ টাকার ও অন্যটি ১৬ লাখ টাকার।

ফ্যাশন ডিজ়াইনার তথা তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের সোনার গয়না রয়েছে প্রায় ৩৬ লাখ ৭৬ হাজার টাকার।

সব মিলিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ ৮৯ হাজার টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়কের।

নিউটাউনের মতো অভিজাত এলাকায় একটি ২৩৬৬ বর্গফুটের ফ্ল্যাট আছে তাঁর। ২০১৮ সালে ওই ফ্ল্যাটটি কিনেছিলেন অগ্নিমিত্রা। তখন দাম ছিল ১ কোটি ১৮ লাখ টাকা।

সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে ওই ফ্ল্যাটের বাজার দরও। নির্বাচনী হলফনামা অনুযায়ী, ওই ফ্ল্যাটটির সেই সময়ের বাজার মূল্য ছিল প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা। 

একুশের বিধানসভা ভোটের সময় জমা দেওয়া নির্বাচনী হলফনামা অনুযায়ী, ১ কোটি ১৯ লাখ টাকার উপর ঋণও ছিল অগ্নিমিত্রার পলের।