10 FEB 2025

ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL

credit:Getty Images

TV9 Bangla

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল গত বছরের গোড়ার দিক থেকেই নিজেদের পরিষেবা আরও উন্নত করতে সচেষ্ট।

গ্রাহকদের আরও বেশি করে আকর্ষণ করতে অনান্য সংস্থার তুলনায় সস্তায় পরিষেবাও নিয়ে এসেছে বিএসএনএল। এমনকি সংস্থার নতুন ২৮ দিনের প্ল্যানে তাই কুপোকাত বাকিরাও।

আবার একই দামে যেখানে এয়ারটেল, ভিআই বা অনান্য সংস্থা ২৮ দিনের প্ল্যান অফার করছে, সেই জায়গায় বিএসএনএল নিয়ে এসেছে ৪৫ দিনের প্ল্যান।

এই সব নতুন নতুন প্ল্যানে পাবেন ৪৫ দিন আনলিমিটেড কলিং-এর সুবিধা। শুধু তাই নয়, থাকছে মোট ৯০ জিবি করে হাইস্পিদ ডেটা।

অর্থাৎ বিএসএনএল-এর গ্রাহকরা ৪৫ দিনের এই বিশেষ -প্ল্যান কিনলে প্রতিদিন ২ জিবি করে হাইস্পিদ ডেটা ব্যবহারের সুযোগ পাবেন।

বিএসএনএলের বিশেষ এই প্ল্যানে থাকছে ১০০টি বিনামূল্যে এসএমএসের সুবিধা। থাকছে ফ্রি কলিং এবং হাইস্পিদ ডেটাও।

সবচেয়ে বড় কথা হল এত অফার দিয়ে এই প্ল্যানের দাম মাত্র ২৪৯ টাকা। বিএসএনএল পোর্টফোলিওতে গিয়ে এই প্ল্যান রিচার্জ করতে পারবেন আপনি।

৪৫ দিনের জন্য বৈধ কোনও প্ল্যানে এত সুযোগ সুবিধা সমেত এত কম দাম আর কোনও টেলিকম সংস্থার কাছেই নেই।