09 MAR 2025

একবার রিচার্য করলে নিশ্চিন্ত ১৪ মাস, BSNL-এর নতুন প্ল্যানের দাম শুনলে ভিরমি খাবেন

credit:Getty Images

TV9 Bangla

সপ্তাহান্তে হোলি। গোটা দেশ জুড়ে পালিত হবে রঙের উৎসব। সেই উপলক্ষ্যে নিজের গ্রাহকদের জন্য ধামাকা অফার নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল।

বিএসএনএল ৯ কোটিরও বেশি ব্যবহারকারীর জন্য হোলি-ধুলেতি ধামাকা অফারের কথা ঘোষণা করেছে। কী রয়েছে সেই বিশেষ প্ল্যানে? দেখে নিন এই প্রতিবেদনে।

গত কয়েক মাসে, রাষ্ট্রায়ত্ত টেলিকম এই সংস্থা বেসরকারি অপারেটরদের একটি কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। বিশেষ করে দীর্ঘ মেয়াদে বেশ সস্তা রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে।

বিএসএনএল ১২ মাসের বৈধতা সহ অনেক প্ল্যান নিয়ে এসেছে। কিন্তু এবার একবার রিচার্জ করলেই নিশ্চিন্ত ১৪ মাসের জন্য।   হোলি উপলক্ষ্যে ৪২৫ দিনের বৈধতা সম্পন্ন নতুন প্ল্যান নিয়ে এসেছে।

বিশেষ এই প্ল্যানে থাকছে আনলিমিটেড কলিং এবং বিনামূল্যে ন্যাশানাল রোমিং-এর সুবিধা। পাশাপাশি থাকছে হাইস্পিড ডেটা এবং এসএমএসের সুবিধা।

ব্যবহারকারীরা প্রতিদিন ২জিবি হাই-স্পিড ডেটা, ১০০টি বিনামূল্যে SMS করতে পারবেন। থাকছে মোট ৮৫০ জিবি হাইস্পিড ডেটা।

পাশাপাশি থাকছে, BiTV-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন এবং অনেক OTT অ্যাপে বিনামূল্যে অ্যাক্সেস অফার। বিএসএনএল-এর এই বিশেষ প্ল্যানের দাম ২,৩৯৯ টাকা।

প্রসঙ্গত, বিএসএনএল তাদের নেটওয়ার্ক উন্নত করার জন্য জুনের মধ্যে  ১ লক্ষ নতুন ৪জি টাওয়ার স্থাপনের পরিকল্পনা করেছে। বর্তমানে, ৬৫,০০০ এরও বেশি ৪জি টাওয়ার চালু রয়েছে।