30 January 2024

'পাপের কর' কী জানেন ? প্রত্যেক বাজেটেই বাড়ে 

credit: pexels

TV9 Bangla

আয়কর, গোল্ড ট্যাক্স, সেলস ট্যাক্স, জিএসটি - অনেক ধরণের করের কথাই হয়তো শুনেছেন। কিন্তু আপনি কি জানেন, পাপের জন্যও কর হয়? আসুন জেনে নেওয়া য়াক, কাদের থেকে এই কর নেওয়া হয়। 

যে পণ্যগুলি সমাজের পক্ষে ক্ষতিকর বলে মনে করা হয়, সেগুলির উপরই চাপানো হয় পাপের কর। যা বেশি পরিচিত সিন ট্যাক্স নামে। তামাক, জুয়া, মদ, সিগারেট ইত্যাদির উপর এই কর চাপানো হয়। 

সামাজিক ক্ষেত্রে ক্ষতিকারক এই কাজগুলি যাতে মানুষ না করে, তার জন্যই সিন ট্যাক্স চাপানো হয়। এর লক্ষ্য হল, এই ধরনের ক্ষতিকারক জিনিসগুলির দাম বাড়িয়ে, এই পণ্যগুলির ব্যবহার কমানো বা পুরোপুরি বন্ধ করা। 

সিন ট্যাক্স কিন্তু বিশ্বব্যাপী সরকারগুলির অত্যন্ত প্রিয়। সিন ট্যাক্স সাধারণত অত্যন্ত চড়া হারে প্রয়োগ করা হয়। এর ফলে, সিন ট্যাক্স থেকে সরকারগুলি প্রচুর রাজস্ব আদায় করতে পারে। সারা বিশ্বেই সিন ট্যাক্স সরকারের আয়ের অন্যতম উৎস। 

ব্রিটেন, সুইডেন, কানাডার মতো দেশে বহু পণ্য ও পরিষেবার উপর সিন ট্যাক্স আরোপ করা হয়। তামাক, মদ থেকে শুরু করে লটারি, জুয়া, জৈব জ্বালানির মতো বিভিন্ন পণ্যে এই কর আরোপ করে তারা উল্লেখযোগ্য পরিমাণে অর্থ উপার্জন করে। ২০১৩ সালে সিন ট্যাক্সের আওতাতেই সোডা ট্যাক্স চালু করা হয়েছিল মেক্সিকোতে।

ভারতে সিগারেটের উপর ৫২.৭ শতাংশ কর রয়েছে। এছাড়া বিড়ির উপর ২২ শতাংশ এবং ধোঁয়াবিহীন তামাকজাত পণ্যের উপর ৬৩ শতাংশ ট্যাক্স রয়েছে। 

আসন্ন বাজেটে ভারতে সিন ট্যাক্স আরও বাড়ানো হতে পারে। বস্তুত, প্রতি বাজেটেই সিন ট্যাক্সের পরিমাণ বাড়ানো হয়। এর উদ্দেশ্য যাতে দামের চাপে এই খারাপ অভ্যাসগুলি ত্যাগ করেন মানুষ। এছাড়া, এই পণ্যগুলি যে সংস্থাগুলি বানায়, তাদের থেকে বেশি বেশি করে কর আদায় করাও সিন ট্যাক্সের লক্ষ্য।